নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গীবাদে বিশ্বাস করে না। যারা ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদের সৃষ্টি করছে, তাদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে ইমাম সাহেবদের ভুমিকা অপরিসীম।
সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা হল রুমে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
ইমাম সমিতির সভাপতি মাওঃ আব্দুর নুর এর সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশনের মাওঃ মোঃ সোলায়মানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম।
বক্তব্য রাখেন, মাওঃ আব্দুল মান্নান, মাওঃ মুহি উদ্দীন প্রমুখ। সভা শেষে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গী হামলায় নিহত সকল শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত করা হয়েছে।