বিনোদন ডেস্ক : আসছে ১৫ মে ডিপজল, মাহি ও বাপ্পি অভিনীত ছবি অনেক দামে কেনা মুক্তি দেওয়ার প্রাথমিক তারিখ ঠিক করা হয়েছে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে বিষয়টি জানানো হয়। এরই মধ্যে ছবির একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে নেট দুনিয়ায়।
চার্লি চ্যাপলিনের বিখ্যাত ছবি ‘সিটি লাইট’ এর ছায়া অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন ডিপজল। আর এ ছবিতে তাকে মাহির প্রেমিক চরিত্রে দেখা যাবে।
গল্পে দেখা যাবে ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্বের জ্বালায় রাতে মদ খেয়ে শহরে ঘুরে বেড়ান আর দুস্থ মানুষকে সেবা করেন। বাপ্পী তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন। একসময় বাপ্পীকে নিজের অতীত জীবনের দুঃখের কথা জানান ডিপজল। তখন ফ্ল্যাশব্যাকে ওঠে আসে মাহির সঙ্গে তার ভালোবাসার সম্পর্কের কথা।