নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স কলেজ এর শুভ উদ্বোধন ও ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডে অবস্থিত উক্ত কলেজ হল রুমে অনুষ্ঠান হয়। অধ্যক্ষ আব্দুল হাই এর সভাপতিত্বে ও শিক্ষিকা শ্রাবন্তী মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও উক্ত কলেজের সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, অবঃ অধ্যাপক সফিকুল হক, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য মোফাজ্জল চৌধুরী ইমরান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিচালনা পরিষদের সদস্য প্রবাসী সদস্য মোঃ জিলু মিয়া, সলিল বরন দাশ, আঃ রহিম, নজির আহমেদ, রিয়াদ মাহমুদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, প্রেসক্লাবের অফিস সম্পাদক ও ৭১ নিউজ টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, সুশান্ত দাশ। নবীন ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পপি রাণী দাশ।