এম এ আই সজিব ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রেজানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী গ্রামের কাছুম আলীর সাথে পার্শ্ববর্তী হাসেরগাও গ্রামের আজম আলীর মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরে গতকাল রবিবার সন্ধ্যায় একদল দুর্বৃত্তরা রাস্তায় কাছুম আলী তার ছেলে মাসুম মিয়া,মেয়ের জামাতা আব্দুল মন্নান ও ফারুক মিয়াকে কুপিয়ে আহত করে। এ সময় তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।