মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাশ্ববর্তী জালালপুর খেলার মাঠে ডাকাতি মামলার বাদি কে কুপিয়ে রক্তাত্ব জখম করেছে আসামীরা। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মেঘশিমুইল গ্রামের মৃত আসাদ আলীর শাহর ছেলে সৈয়দ আহাম্মদ শাহ (৬০) ওইদিন বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে মাধবপুর উপজেলার চেঙ্গারবাজার আসার পথে জালালপুর খেলার মাঠের নিকট পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা ডাকাতি মামলার আসামী মেঘশিমুইল গ্রামের সুন্দর আলীর ছেলে তোফাজ্জল হোসেন দারু অতর্কিত দা দিয়ে কুপিয়ে সৈয়দ আহাম্মদ শাহ কে রক্তাত্ব জখম করে।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে সৈয়দ আহাম্মদ শাহ কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত সৈয়দ আহাম্মদ শাহ জানান, ০৫ ডিসেম্বার ২০১৫ ইং তারিখে তার বাড়িতে ডাকাতি কালে গ্রামবাসি ধাওয়া দিয়ে তোফাজ্জল হোসেন দারু মিয়াকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় তিনি বাদি হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।
এরপর থেকেই দারু মিয়া তার উপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিয়ে আসছিল।