নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে ঈদের পরের দিন গত শুক্রবার সকালে বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে।
স্থানীয় সুত্রে জানাযায়, পুর্ব বিরোধের জেরধরে সুজাপুর গ্রামের প্রভাবশালী শিশু মিয়া ও তার পরিবারের লোকজন বৃদ্ধার বাড়িতে গিয়েঅর্তকৃত হামলা করে এলোপাথাড়ি মারপিট শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে এদেও কবল থেকে বৃদ্ধা মরিয়ম বিবি (৫৫)কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এ ঘটনায় গ্রামে টান টান উত্তেজনা বিরাজ করছে।