নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আমতলী চা বাগানে বজ্রপাতে সহোদর সহ তিন চা শ্রমিক নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আমতলী চা বাগানে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আমতলী চা বাগানের শ্রমিক দ্বিপক উড়ার ছেলে সঞ্জয় উড়া (২২) ও তার ভাই দ্বিপক (১৪) পাশের ঘরের দুর্গার মেয়ে রজনী (১১) ঘটনাস্থলেই নিহত হয়।
আহত দ্বিপক পালের ছেলে বিল্পব (১৪) কে প্রথমে বাহুবল হাসপাতাল নেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে তাকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী চা বাগানের বাবু এনাম মিয়া বিষয়গুলি নিশ্চিত করেছেন।