সৌদি আরব প্রতিনিধি : শিগগিরই বাংলাদেশ থেকে ফের শ্রমিক নেওয়া শুরু করবে সৌদি আরব।সম্প্রতি সৌদি আরবের শ্রমমন্ত্রী আদেল ফাকিহ এই ঘোষণা দিয়েছেন।
দেশটিতে বর্তমানে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অবস্থান করছেন।
খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করার পর সৌদি শ্রমমন্ত্রী বাংলাদেশিদের এই সুসংবাদ দেন। শ্রমিক নেওয়া শুরু প্রসঙ্গে সৌদি শ্রমমন্ত্রী বলেন, ‘এতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো উন্নত হবে।’
এ সময় বাংলাদেশ থেকে তিনি দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেন। তবে যথাযথ প্রক্রিয়ার ওপর তিনি গুরুত্ব দেন।একই সঙ্গে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের কাজে নিয়োগের কর্মকৌশল নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
অপরদিকে সৌদি আরবে সফররত খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি সৌদি শ্রমমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেছি। অল্প সময়ের মধ্যেই সৌদি আরব থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে এবং খুব দ্রুত সময়ে ভিসা চালু হয়ে যাবে।’
মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশি শ্রমিকদের জন্য স্থানীয় শ্রম বাজার খুলে দিতে প্রস্তুত সৌদি আরব।’
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে বাংলাদেশিদের জন্য সৌদি ভিসার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে দেশটি।