নবীগঞ্জ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর সাষ্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধা মদন গোপল আশ্রমের সেবায়েত শ্যামানন্দ দাসকে গত শুক্রবার ভোরে সন্ত্রাসীরা উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল পত্রিকায় বিবৃতিতে এসব গুপ্ত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এতে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিতসহ দেশের সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।