ডেস্ক : দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম এর সকল লেখক,পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি অকৃত্রিম ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” আল্লাহপাক রাব্বুল আলামিন যেন আমাদের ও আপনাদের সকলের নেক আমলগুলো কবুল করেন। আমীন।
আজ আমাদের দেশের আকাশে-বাতাসে আনন্দের বার্তা ছড়িয়ে জ্বলে উঠবে ইদুল ফিতরের চকচকে নতুন একটি বাঁকা চাঁদ।
আল্লাহ তায়ালা যেন, সকল মুসলিম উম্মাহর জন্য ঈমান, শান্তি ও নিরাপত্তা সহকারে এই চাঁদকে উদিত করেন। ঈদের আনন্দে এ জাতি আর সচেতন হোক।
অসচেতন ও বিপথগামীরা পূণরায় ফিরে আসুক ইসলামের পথে সামিল হোক শান্তির ধর্মে।
জুলুম,নির্যাতন,অবিচার,অন্যায়,অনিয়ম যত লাঞ্চণা ও গঞ্চণার গভীর অন্ধকার ভেদ করে মুসলিম জাতির জন্য একটি সোনালী সকাল উদিত হোক এই প্রত্যাশায়,আইন উপদেষ্টা : হুমায়ুন কবির সৈকত, সম্পাদক মন্ডলীর সভাপতি : মো:আব্দুর রকিব, প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু, নির্বাহী সম্পাদক : মিজানুর রহমান সুমন, বার্তা সম্পাদক :কামরুজজামান আল রিয়াদ।
দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবারের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক।