এম এ আই সজিব ॥ ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করছে মাদকদ্রব্য। আর এসব মাদকের ছোবলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
বুধবার সকালে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রীজে গাঁজাবহনকারী প্রাইভেটকারকে আটকাতে ব্যারিকেড দেয়। পুলিশ তাদের পিছু ধাওয়া করে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার এলাকায় প্রাইভেটকার ও গাঁজা রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
পরে পুলিশ কার তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১- ৫২২১) জব্দ করে নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।