এম এ আই সজিব ॥ মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানের শ্রমিকরা ২ মাস যাবত বেতন, চিকিৎসা, রেশন বন্ধ রয়েছে। বিনা বেতনে পনেরশ (১৫০০) চা শ্রমিক অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। তারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কাজ হয়নি। গত ৫ জুলাই বৃষ্টি উপেক্ষা করে মিছিল-বিক্ষোভ করেছে। বক্তব্য দেন পঞ্চয়েত সভাপতি রামনাথ কেউট, সাধারণ সাধারণ অনিল কর্মকার, মোহন দাশ।
বাগানের কাজ কর্ম বন্ধ। বিদুৎ না থাকায় সকলেই অন্ধকারে।
বাগানের ম্যানেজার সহ পালিয়ে গেছে। তারা এখন অন্ধকারে ভুত দেখার মতো। বাগানের মালিক বুদ্ধ দেব মুখার্জি চা শ্রমিকদের বেতন দেই দিচ্ছি করেও দিচ্ছে না।