মীর সজল(দক্ষিন কোরিয়া) থেকেঃ
আজ দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন শুরু হয়েছে। মাসব্যাপী রোজা রাখার পর মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন ঈদুল ফিতর। সিউল কেন্দ্রীয় মসজিদে সকাল দশটায় কোরিয়ার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া কোরিয়ার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল ৬টা থেকে নামাজ আদায় শুরু হয়েছে। বড় বড় মসজিদগুলোতে দুই থেকে তিনটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের মত সারাদেশব্যাপী উৎসবমুখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যেই ঈদ উদযাপন করবেন। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করে।