এম এস জিলানী আখন্জী,চুনারুঘাট প্রতিনিধি: এক আনন্দময় উৎসবে নতুন ও পুরাতন ছাত্র/ছাত্রীদের কে নিয়ে অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার গেড়ারুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা।
আলহাজ্ব আব্দুর রশিদের সভাপতিত্বে ও বাছির উদ্দিনের পরিচালনায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন রখিব মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ্ আলমগীর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য ̈ রাখেন হেলত এর এ,এইচ,আই আ: সাত্তার,বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য লিটন জমাদার,ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম জমাদার,রাজা মিয়া,মাওলানা জয়নাল আবেদীন,আ: জাহির,ম্যানেজিংকমিটির মহিলা সদস্য পারভীন আক্তার, রেজিয়া বেগম,নাজমা খাতুন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী,সুলতানা বেগম,গীতা রানী দেবনাত,কাদিজা খানম ও ঘ্ন্ন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।