এমএআই সজিব ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় এক ব্যবসায়ীকে মারপিট করে অপহরনের চেষ্টাকালে এখলাছ মিয়া (৪০) কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১০টায় এ ঘটনাটি ঘটে।
আহত ব্যবসায়ী মাসুক মিয়া জানান, মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত সোয়াই মিয়ার কন্যাকে বিয়ে করেন। বিয়ের পর তাদের কোলজুরে তিনটি সন্তান জন্ম গ্রহন করেন। সম্প্রতি শ্বশুর বাড়ির লোকজন তার কাছ থেকে বেশ কিছু টাকা দার দেয়। কিন্তু টাকা না দিয়ে তার সাথে অশুভ আচরণ করে। এক পর্যায়ে তার স্ত্রীকে তারা ফুসলিয়ে নিয়ে আটক করে। গতকাল ওই সময় তার সমন্দিক বাঘাসুড়া ইউনিয়নের বিএনপি নেতা এখলাছ মিয়া ও ফারুক মিয়া সহ একদল লোক তার বাড়াটিয়া বাসায় শ্যামলীতে আসে।
এক পর্যায়ে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে মাসুককে মারপিট করে তাকে জের পূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে এসআই মিজানুর রহমান ও রাজকুমার ঘটনাঘস্থলে পৌছে এখলাছকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়। এদিকে, আহত মাসুক মিয়াকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা ও শহরের পৌরসভা মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী বলে জানান। এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, আপাতত তাকে আটক রাখা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।