এম এস জিলানী আখন্জী,চুনারুঘাট প্রতিনিধি : গতকাল বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে চুনারুঘাটে রাজার বাজার ̄ আহলে সুন্নাত ওয়াল জামাআত কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (দ:) তাৎপর্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি: ইসলামী ছাত্রসেনার মো: শফিকুল ইসলাম তালুকদার এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমাইন আলহাজ্ব পীরজাদা মাও: শাহ জালাল আহমদ আখন্জী প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমাম অহমদ রেযা-শাহ্ শামছুদ্দিন আখন্জী (রহ:) সুন্নিয়া দা: মাদধাসা। বিশেষ অতিথি মাও: শেখ মোশাহীদ আলী ভাইস-প্রিন্সিপাল হাজী আলিম উল্লাহ সিনিয়র মাদধাসা,চুনারুঘাট। বিশেষ মেহমান ২নং আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। ওয়াজ করেন মাও: আ: রউফ,হাফেজ ইব্রাহিম। আমন্ত্রনে আলহাজ্ব ক্বারী তাজুল ইসলাম,আব্দুর রাজ্জাক,মিলন ভূইয়া,মোজাম্মেল, সনজু খাঁন,সাদেক মিয়া ও সুরুজ মিয়া প্রমূখ।