স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর উত্তর-পূর্ব ভাদৈ গ্রামে শিশু কানন কিন্ডার গার্টেনে ‘গাউছিয়া দারুল ক্বিরাত’ প্রশিক্ষনের সমাপনি, ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
কিন্ডাটার গার্টেনের প্রতিষ্টাতা ও পরিচালক মোঃ রহমত আলী’র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেণ, তেঘরিয়া ইউপি’র সাবের মেম্বার মোঃ আব্দুর রহিম, বিশিষ্ট মুরুব্বী মোঃ আবু তাহের, স্থানীয় শাহ পরাণ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আহাদ, ক্বারী মাওলানা মোঃ নজরুল ইসলাম রশিদী, ক্বারী মাওলানা মোঃ দরবেশ আলী, ক্বারী মাওলানা মোঃ শামছুল হক, ক্বারী মাওলানা মোঃ ছালেক আহমদ ও ক্বারী মোঃ আশরাফুল বারী। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেণ মোঃ কাজল মিয়া।
কোরআন তেলাওয়াত করে মোঃ রাহুল মিয়া, নাত রাছুল পরিবেশন করে মোঃ হাসনুল হাবিব।
প্রতিযোগিদের মধ্যে ৪৩জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।