নিজস্ব প্রতিবেদক ॥ শায়েস্তাগঞ্জে দুঃস্থ অসহায় নারীদের মধ্যে শাড়ী বিতরণ করেছে হবিগঞ্জ নাগরিক কমিটি।
সোমবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অডিটরিয়ামে এ শাড়ী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই।
সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল হাই আল মাহমুদ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুজ জাহের, দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক আলহাজ্ব শামীম আহসান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, আব্দুল মোতালিব মমরাজ, তবারক আলী লস্কর, আব্দুল জব্বার তালুকদার মুরাদ ও মোঃ শাহজাহান প্রমুখ।
পরে ২০০ জন নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।