এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে সিএনজি-মোটর সাইকেলের সংঘর্ষে দুই দোকান কর্মচারিসহ মোটরসাইকেল মেকানিক গুরুতর আহত হয়েছে। তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সুত্রে জানা যায়, শায়েস্তানগর আকছির মিয়ার দোকান কর্মচারি শাকিল ও রায়হান তাদের বন্ধু মোটরসাইকেল মেকানিককে নিয়ে শবে কদরের রাতে মুড়াবন্দ মাজারে যায়। ফেরার পথে শনিবার রাত দুইটায় ওই সড়কে পৌছলে একটি সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।