অাবুল হাসান ফায়েজ ॥ হবিগঞ্জে মাধবপুর উপজেলায় শাহজীবাজার ব্লাড ফাইটার্স এর উদ্যেগে ৫০ জন অসহায় দুঃস্থ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুর ৩ ঘঠিকায় এ উপলক্ষে ফতেহ্ গাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভা ও বস্ত্র
বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা অাজিজুর রহমান চৌধুরী রুবেল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক এনামুল হক চৌধুরী সোহেল , সাংবাদিক অাবুল হাসান ফায়েজ,সাংবাদিক তোফাজ্জ্বল হোসেন শাহজিবাজার ব্লাড ফাইটার্স এর সদস্য শফিক শাহ,আনিসুর রহমান শাহ,জাফর ইমাম বিপ্লব,শাহনূর,মোবাশ্বির হোসাইন রাফি,সাজু রহমান, এ অার পলাশ, মামুন প্রমূখ্য।