এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি খানা খন্দে ভরে উঠলেও তার মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন উদ্যোগ নিচ্ছে না। ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত শত শত মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসি অভিযোগ করেন প্রভাবশালী কয়েকজন লোক ড্রেনের উপর বাসা নির্মাণ করায় পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে।
সামান্য বৃষ্টি হলেই ওই সড়কে হাটু পানি জমে থাকে। এ সময় পানি মাড়িয়েই চলতে হয় জনসাধারণকে। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্তা দিয়ে নিউ মুসলিম কোয়ার্টার, শ্যামলী, মুসলিম কোয়ার্টার, ইনাতাবাদসহ বিভিন্ন এলাকার শত শত লোক প্রতিদিনই যাতায়াত করছেন।