নিজস্ব প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে ২০ জনকে আটক করার খবর পাওয়া গেছে। বুধবার বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের মাঝে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালেহ আহমদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত অপারেটর সুলতান আহমদ, ডুবাই প্রবাসি আব্দুল আওয়াল, ঠেলাগাড়ি চালক, ছ’মিলের শ্রমিকসহ বিভিন্ন পেশার শ্রমিক ও খেটে খাওয়া মানুষ রয়েছে। এর মাঝে বিএনপি ও জামাত সমর্থক শ্রেণিরও কয়েকজন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাদের সকলেরই রাজনৈতিক পরিচয় অখ্যাত।
রাত ১২টা নাগাদ এ রিপোর্ট লেখ পর্যন্ত গ্রেফতারকৃতরা থানা হাজতেই ছিলেন। তবে এ ব্যাপারে সঠিক তথ্য জানার জন্য থানায় কর্মরত ডিউটি অফিসার এএসআই কামাল উদ্দিনের কাছে থানায় গিয়ে জানতে চাইলে তিনি বলেন এসব তথ্যের ব্যাপারে ওসি সাহেব জানেন। আমার কাছে কোন তথ্য নেই। পরে ওসি আলী ফরিদ আহমদের সরকারি মোবাইল নাম্বারে কয়েকবার ফোন দিয়েও কোন রিসিভ করেননি।