শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বিতল ভবন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় এ কাজের উদ্বোধন করেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সভাপতি এডঃ হুমায়ুন কবির সৈকত, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কামরজ্জামান আল রিয়াদ, যুগ্ম-সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.শামিম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ নুরল ইসলাম তালুকদার, আবু সালেহ তালুকদার, তানভীর চৌধুরী ও সাংবাদিক কামরল হাসান প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হাজী মাওলানা আব্দুস সহিদ।