এম এ আই সজিব ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া এবং আমৃত্যু কারাদ-প্রাপ্ত তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক খালাস চেয়ে আপিল করেছেন। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মহিবুর ও রাজ্জাকের আইনজীবী মাসুদ রান। গত ০১ জুন মুক্তিযুদ্ধের সময় বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধে মহিবুর রহমানকে ফাঁসি এবং তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, গত বছরের ১০ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি হলে ওইদিনই নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে উপজেলার খাগাউড়া ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়াকে (৭০) গ্রেফতার করে পুলিশ। আর মৌলভীবাজার জেলা সদরের আতানগিরি পাহাড় থেকে গত ১৯ মে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।