চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের করাঙ্গী নদী থেকে কোন প্রকার লীজ ছাড়াই অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালেঙ্গার চামলতলী এলাকার করাঙ্গী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে জব্দকৃত ড্রেজার মেশিন গুলো চুনারুঘাট থানায় জমা রাখা হয়।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে উপজেলার চামলতলী গ্রামের আঃ জববার, লালকেয়ার গ্রামের আঃ হালিম, একই গ্রামের মোঃ জালাল মিয়া ও শ্যামেরবাড়ী গ্রামের অদুই মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী বালুখেকো চক্র ২০/২৫টি ড্রেজার মেশিন করাঙ্গী নদীর বিভিন্ন অংশে ফেলে অবৈধভাবে বালু উত্তোলন করে এ বালু ট্রাক্টর ও ট্রলিযোগে চুনারুঘাট – কালেঙ্গা রাস্তার দুপাশে আইতন বটতলা থেকে চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে জমা রেখে বিক্রি করা হচ্ছে।
ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।