চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈয়দ বজলুর রশীদসহ ১০জন আহত হওয়ার ঘটনার মামলার বাদী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ রিপন ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য মামলার আসামীরা প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মামলার বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
উল্লেখ্য যে, কিছু দিন পুর্বে চুনারুঘাট পৌর এলাকার মমিনপুর রাস্তার পাশে একদল র্দুবৃত্ত চুনারুঘাট পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ বজলুর রশীদসহ ১০জনকে আহত করে একদল দুর্বৃত্ত। এ ব্যাপারে মমিনপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ রিপন বাদী হয়ে ঘটনার সাথে জড়িত পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম কাজলের ছোট ভাই রিপনসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর থেকে কাউন্সিলর তাজুল ইসলাম কাজলসহ মামলার আসামীরা মামলার বাদী ছাত্রলীগ নেতা সৈয়দ রিপন ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে। এতে করে মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
করা