বদরুল আলম চৌধুরী। র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর যৌত অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্ধুরখান বাজার এলাকার ভাই ভাই বেকারী এন্ড সুইটমিট মিষ্টি ভান্ডারের সামনে থেকে ১৯৮ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ভোটকা তৈরী মদসহ ৩ জন কে আটক করা হয়েছে।
গত বুধবার বিকালে এক গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম এর নেতৃত্বে র্যাব- ৯ অভিযানে নিষিদ্ধ ভারতীয় ভোটকা চোলাই তৈরী মদসহ চৈতন মুন্ডা ৩৫, বরুন তাতী ২০, গোপাল কর্মকার ১৯ নামে তিন জনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজারজাত মূল্য প্রায় লক্ষধিক টাকা, উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।