হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে আদুরী সাঁওতাল (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার রশিদপুর চা বাগানের সাঁওতালপাড়ার একটি কূপ থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত আদুরী সাঁওতালপাড়ার পরেশ সাঁওতালের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকাল থেকে পরেশ সাঁওতালের মেয়ে আদুরী সাঁওতাল নিখোঁজ হয়। বুধবার পাড়ার কূপে একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
বাহুবল মডেল থানার আওতাধীন কামাইছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর পানির কূপ থেকে আদুরীর অর্ধগলিত লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা দাবি করেছে মেয়েটি মানসিক প্রতিবন্ধী ছিল।