হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার উত্তর চরহামূয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার বিকেলে আব্দুস সাদেকের ছেলে একই গ্রামের মঞ্জু মিয়ার জমিতে মাছ ধরতে যায়।
এ সময় মঞ্জু মিয়ার লোকজন তাকে বাধা দিলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ ২০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুস সাদিককে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
মামুন মিয়া, সোহাগ মিয়া, শরীফা আক্তার ও আলকাছ মিয়াসহ অন্যদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। স্থানীয় মুরুব্বিরা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন।