চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে চুনারুঘাট উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হাফেজ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম জাফরী।
এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামীক ফ্রন্টের জেলা সহ-সভাপতি মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, মাওলানা এম এ মুমিন, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আঃ কাইয়ূম তরফদার।
বক্তব্য রাখেন মাওলানা নজির আহমদ, মাষ্টার আঃ রহমান, মাষ্টার মিজানুর রহমান, মাওলানা মুখলিছুর রহমান, হাফেজ কিবরিয়া আহমেদ, কামরুজ্জামান শমছু, মানিক মিয়া প্রমুখ। প্রধান অতিথি বাংলাদেশের ছাত্রসেনার সদস্যরা মুক্তিযুদ্ধোর চেতনায় উজ্জীবিত হয়ে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান।