নবীগঞ্জের রাজপথ কাপানো ছাত্র নেতা অলিউর কে নিঃশর্ত মুক্তির দাবিতে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি কে আটকের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কলেজ ছাত্রদল।
গতকাল সকালে মিছিলটি কলেজ ক্যম্পাস প্রদক্ষিণ করে কলা ভবনের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। উক্ত প্রতিবাদ সভায় ছাত্রনেতা কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কাওছার আলমের সভাপতিত্বে ও রাজিব ভট্টাচার্য এর পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতা মইনুল ইসলাম, বাপ্পি আচার্য, আব্দুর রকিব, রাজন, ইব্রাহিম, শ্যামল, সাফি, শয়ন আহমেদ, আহছানুজ্জামান মান্না, মুজাক্কির, সৈয়দ শিহাব আহমদ, কাওছার, পিকু, দিপু, সোহাগ, অনিক, রুমন, আকিকুর, পঙ্কজ, শাকিল, তৌহিদ, জোটন, সৌরভ, মোজাক্কিল, সাইফুল, তাহসিন, সৌরভ, অনিক, বিংকু প্রমূখ।
বক্তারা বলেন, নবীগঞ্জের রাজপথ কাপানো কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক অলিউর রহমান অলি কে স্বৈরাচারী অবৈধ আওয়ামীলীগ সরকারের ক্ষমতাসীন একটি বিশেষ মহল কতৃক ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে, তারা অভিলম্বে এই ছাত্রদলের নেতার নিঃশর্ত মুক্তি ও তার উপর দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যতায় হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নবীগঞ্জ শহরকে অচল করে দেওয়া হবে।