এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পশ্চিম ভাদৈ বাইপাস সড়কে ম্যাক্সির ধাক্কায় মাহিয়া আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে পশ্চিম ভাদৈ গ্রামের নুরুল হকের কন্যা। নিহত মাহিয়া স্থানীয় ব্রাক স্কুলের নার্সারী প্লে-তে লেখাপড়া করতো। এ সময় উত্তেজিত জনতা ওই সড়কে প্রায় ৪ ঘন্টা অবরোধ করে রাখে। এতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সদর থানার এসআই সানা উল্লাহ জানান, হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামের মোঃ নুরুল হকের কন্যা মাহিয়া আক্তার (৫)ওই সময় সড়ক পারাপার হচ্ছিল। এ সময় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি দ্রুতগামী ম্যাক্সি তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। গুরুতর স্কুল ছাত্রী নিহত আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জনতা ম্যাক্সিটি আটক করলেও চালক পালিয়ে যায়।