এম এ আই সজিব ॥ দৈনিক আজকের হবিগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এমএ মজিদের পিতা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………..রাজিউন)।
গতকাল রবিবার দুপুর ২টার সময় ছোট বহুলা নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুর সংবাদ শোনে তাৎক্ষনিক ছোট বহুলার বাড়িতে ছুটে যান হবিগঞ্জে কর্মরত সাংবাদিক, আইনজীবি ও ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাত সোয়া ১০টায় ছোট বহুলা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, আইনজীবি, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। পরে গ্রামের কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
এদিকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৫ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক ছিলেন। বড় ছেলে মোঃ আব্দুল্লাহ কৃষি ব্যাংকে কর্মরত। তিনি ব্যাংকার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও আপনজন’র সাধারণ সম্পাদক। ২য় ছেলে আব্দুল হাই একজন কৃষক। ৩য় ছেলে এডভোকেট এম এ আজিজ ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত। ৪র্থ ছেলে এডভোকেট এম এ মজিদ দৈনিক নয়া দিগন্ত’র হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক। পাশাপাশি তিনি হবিগঞ্জ কোর্টে আইন পেশায় নিয়োজিত। ৫ম ছেলে সুমন মালয়শিয়া প্রবাসী।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক হবিগঞ্জ সমাচার পরিবার। পত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, বার্তা সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তাপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
হবিগঞ্জ প্রেসক্লাব ঃ দৈনিক আজকের হবিগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এম এ মজিদের পিতা আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আসম নুরুজ্জামান শওকত, শরীফ চৌধুরী,জিয়া উদ্দিন দুলাল।
সাংবাদিক ফোরাম ঃ দৈনিক আজকের হবিগঞ্জ’র ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এম এ মজিদের পিতা আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।