হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে অবৈধ যানবাহন ও অপরাধী তল্লাশিসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পুলিশকে ৩২টি চেকপোস্টের সরঞ্জাম প্রদান করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ ।
রোববার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এসব সরঞ্জাম গ্রহণ করেন।
এসময় হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার হাসান মো. মঞ্জুরুল হক, সিনিয়র ম্যানেজার অ্যাডমিন মো. এহসানুল হাবিব, আরএফএলের জেনারেল ম্যানেজার মো. ফজলে রাব্বিসহ পুলিশের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, চেকপোস্টের মাধ্যমে অপরাধীদের পুলিশ আটক করতে সক্ষম হবে। এছাড়াও অবৈধ যান চলাচল বন্ধ করা সম্ভব হবে।