চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম-এর অশ্লীল ও বিকৃত ছবি ফেইসবুকে শেয়ার করার অভিযোগে কাজল মিয়া (৩৩) নামে এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
আটককৃত যুবক চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের আঃ রশিদের পুত্র।
পুলিশ সূত্র জানায়, শনিবার (২৫জুন) সকালে ‘কাজল টেইলার্স’ নামে এক ফেইসবুক আইডি থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলামের অশ্লীল ও বিকৃত ছবি শেয়ার করা হয়।এর পূর্বে ‘নাজমুল হাসান’ নামে আরেকটি ফেইসবুক আইডি থেকে ছবিগুলো পোষ্ট করা হয়।
এ ঘটনায় ওই দিন রাত ৮ টায় রানীগাঁও বাজার থেকে চুনারুঘাট থানার এ এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।