এমএআই সজিব ॥ হবিগঞ্জ শহরের যশের আব্দা গ্রামে স্ত্রীকে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর বাড়ির লোকজনের মাঝে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে স্ত্রী-স্বামী, শ্বশুর-শ্বাশুড়িসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়।
জানা যায়, আহত সুত্রে জানা যায়, ৩ বছর আগে ওই গ্রামের কাবিল মিয়ার কন্যা জাহেনারার সাথে জজ মিয়ার পুত্র নাসিরের বিয়ে হয়। সম্প্রতি জাহানারা বিদেশ যেতে স্বামী নাসিরের নিকট বায়না ধরে। কিন্তু নাসির বিদেশ পাঠাতে টাকা নেই জানিয়ে অমত পোষন করলে শুরু হয় তাদের মাঝে মনোমালিন্য।
শুক্রবারও একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতন্ডা শুরু হয়। খবর পেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন ছুটে এলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় কাবিল মিয়া, নাসির মিয়া, জজ মিয়া, নজরুল, শাহীন, নুরজাহান, লিটন মিয়া ও জাহেনারাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।