এম এ আই সজিব ॥ হবিগঞ্জ জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে আইনশৃংখলা বাহিনীসহ সকলকে ঐকদ্ধ হয়ে কাজ করতে হবে। সেই সাথে জেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়ও সকল জনগণকে সচেতন হতে হবে। যাতে করে সংঘর্ষের ঘটনাসহ আইন শৃংখলা বিঘিœত না ঘটে আইনশৃংখলা বাহিনীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ারও আহব্বান জানান তিনি।
এদিকে, সদস্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন সহিংসতা ছাড়া শেষ করায় জেলা পুলিশকে ধন্যবাদ জানান তিনি। গতকাল শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী অনুষ্ঠানে এসব কথা বলেন হবিগঞ্জ লাখাই থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আবু জাহির। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন,বানিয়াচং আজমিরীগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ পুলিশ প্রশাসন,রাজনীতিবীদ, সাংবাদিক ও সুশীল সমাজসহ শতাধিক মুসল্লী।