ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসে আরেকবার ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ (আইপিএল) নাম মিনি আইপিএল বিদেশের মাটিতে আয়োজন করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মূলত বিদেশে ভারতীয় সমর্থকদের কথা ভেবেই দেশের বাইরে এই মিনি আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।
বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলের পরিচালনা বোর্ডের সভায় মিনি আইপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এই সভায় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। তবে কবে হবে, ফরম্যাট কী হবে, সেসব ব্যাপার এখনো চূড়ান্ত হয়নি।
এটা নিশ্চিত করে বলা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের এই মিনি আইপিএলে খেলবেন বাংলাদেশি দুই তারকার ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তার মানে, প্রতি বছরে দুবার আইপিএলের আসর বসবে।
সভা শেষে ভারতীয় বোর্ডের কর্ণধর অনুরাগ ঠাকুর বলেন, সেপ্টেম্বর মাসে আট দলের অংশগ্রহণে মিনি আইপিএল বা আইপিএল ওভারসিজ আয়োজন করবে বিসিসিআই। এটা ছোট সংস্করণে হবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকবে না। ম্যাচও অনেক কম হবে। টুর্নামেন্ট শেষ হবে দুই সপ্তাহের মধ্যেই।