এম এ আই সজিব ॥ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে ঘরবাড়ি ভাংচুর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ওই গ্রামে ছলিম ওরফে সেলিম মিয়ার সাথে আব্দুল জলিলের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় উক্ত সংঘর্ষের জের ধরে সেলিম মিয়ার পুত্র কামরুল, সায়েম, ছাদেক ও সেলিমসহ একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে আক্রমণ চালায়।
এসময় জলিল মিয়ার ঘর ভাংচুর করে। এ সময় জলিল মিয়া ও তার পরিবারের লোকজন এগিয়ে এসে বাধা দিলে তাদের উপরও হামলা চালায়। এতে আব্দুল জলিলের পুত্র সুবেল (২৪), মোঃ জুয়েল মিয়া (৩০), মোঃ আইয়ুব আলীর ছেলে ফজর আলী (২৬) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে আব্দুল জলিল জানান, তাদের অত্যাচার সহ্য করতে না পেরে গত ১১ এপ্রিল কোর্টে ৭ ধারা একটি মামলা দায়ের করেন।