এম এ আই সজিব ॥ বানিয়াচঙ্গে এক ব্যক্তিকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে পানিতে ফেলে দিয়েছে দৃর্বুত্তরা। মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে খিরাজ মিয়া (৪০) তার একটি লীজ নেয়া পুকুর রাত জেগে পাহাড়া দিয়ে আসছে।
গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় রাত ১২টার দিকে পুকুর পাড়ে অবস্থিত একটি ঘরে ঘুমিয়ে পড়ে। এ সময় অতর্কিতভাবে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং তার হাত-পায়ের রগ কেটে পানিতে ফেলে দেয়। এ সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত দেড়টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। হবিগঞ্জ সদর হাসপাতালে আহত খিরাজ মিয়ার সাথে আসা লোকজন জানিয়েছেন দীর্ঘদিন ধরে একটি সেজ প্রকল্পের লীজ নিয়ে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
সদর হাসপাতালের জুরুরী বিভাগের চিকিৎস জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ২০ থেকে ২৫টি ক্ষত রয়েছে। তার অবস্থা আশংকা জনক।