আকিকুল ইসলাম/এম এ আই সজিব : হবিগঞ্জের রাজিউড়া ইউনিয়নের চারিনাও গ্রামের স্কুল বাড়ী নামক স্থানে তারাবিহ নামাজের সময় আব্বাস মিয়ার গ্যারেজে গাড়ী রাখাকে কেন্দ্র করে ফরিদ মিয়া ও খালেক মিয়ার মধ্যে বাকবিতন্ড সৃষ্টি হয়।
এরই মধ্যে তাদের আত্মীয়-স্বজন দেশিয় লাঠি সোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়, এতে আহত হয় ফরিদ মিয়া, হাবিব মিয়া, শাহানা বেগম, খালেক মিয়া, মন্নান মিয়া, ছালেক মিয়া ও হামলাকারীদের আটকাতে গিয়ে আহত হয় ইদ্রিছ মিয়া, মুক্তার মিয়া তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।