এম এ আই সজিব ॥ এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জ শহরের উপকণ্ঠে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি শচীন্দ্র কলেজে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। এ ঘটনায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ফরাশ উদ্দিন শরিফী এ নোটিশ করেন।
এর আগে সিলেট শিক্ষাবোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষকেও কারণ দর্শানোর নোটিশ করা হয়েছিল। জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সমাজবিজ্ঞান,জীববিজ্ঞান ও সংস্কৃত বিষয়ে পরীক্ষার শুরুতেই শিক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা হৈ হুল্লোর সৃষ্টি করলে তাদের কোনমতে শান্ত করেন শিক্ষকরা। এদিকে পরীক্ষা শুরু করে তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহে যান কলেজ কর্তৃপক্ষ। প্রশ্নপত্র নিয়ে এসে পূণরায় তারা পরীক্ষা গ্রহণ করেন। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। একে একে ৩টি পরীক্ষায় কি করে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয় এ নিয়ে অভিভাবকদের মাঝেও ক্ষোভ দেখা দেয়। ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষকদের মাঝেও। বিষয়টি জানার পর শিক্ষকদের ডেকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসকও। উক্ত ঘটনায় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা শিক্ষক অঞ্জন কুমার সরকারকে কারণ দর্শানোর নোটিশ করেন অধ্যক্ষ। তাকে ৭ দিনের মাঝে জবাব দিতে বলা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ট্রেজারীতে রক্ষিত প্রশ্নপত্র সোটিং-এ দায়িত্ব পালনে অবহেলাজনিত কারণে উমাসা পরীক্ষার হলে একাধিকবার জটিল পরিস্থিতি সৃষ্টি করা পাবলিক পরীক্ষা সংক্রান্ত অপরাধ। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেনা।