এম এ আই সজিব ॥ বানিয়াচংয়ের আদমখানী মহল্লায় পূর্ব বিরোধের জের ধরে দোকানে প্রবেশ করে দুই ভাইকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে একদল দূর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এসময় দোকানে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় তারা। গতকাল বুধবার দুপুরে আমদখানী মহল্লায় এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই মহল্লার আওয়ামীলীগ নেতা ওয়াদুদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছে একই মহল্লার মোবিন খা’র পরিবারের লোকজনদের সাথে। গতকাল দুপুরে প্রতিপক্ষের লোকজন বাড়ির পার্শে দেকানে থাকা মোবিন খা (৩৫) ও তার ভাই শেবুল খা (৩০) এর উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদেরকে কুপিয়ে ক্ষত বিক্ষত করে দেকানে থাকা নগদ ২০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে ।