এম এ আই সজিব ॥ প্রেম মানে না কোন বাঁধা। প্রেম মানে না কোন জাত কুল। এ কাথাটি স্বার্থক করতে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলনা কলেজ ছাত্রী প্রেমিকা মনি আক্তারের। পালিয়ে যাওয়ার প্রায় ১০ দিন পর শহরের কোর্টস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে সদর থানা পুলিশ।
প্রেমিকা মনি আক্তারকে উদ্ধার করা হলেও প্রেমিক রিমন মিয়া রয়েছে এখনও আত্মগোপনে। জানা যায়, সদর উপজেলার উচাইল গ্রামের তনু মিয়ার কলেজ পড়–য়া কন্যা মনি আক্তারের সাথে প্রায় ৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে লাখাই উপজেলার সিংহ গ্রামের তাজু মিয়ার পুত্র রিমন মিয়ার। প্রায় ৪ বছরের প্রেমকে স্বার্থক করতে গত ১২ জুন তারা আজানার উদ্যোশ্যে পাড়ি জমায়। পরে প্রেমিকার মনি আক্তারের পিতা বাদি হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।
গতকাল বুধবার দুপুরে সদর থানার এসআই সানা উল্লাহ্ধসঢ়;’র নেতৃত্বে একদল পুলিশ শহরের কোর্টস্টেশন রোড এলাকা থেকে মনি আক্তারকে উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।