চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর সিরাজের মা ও চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামের বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব ছুরুক আলী মীরের স্ত্রী আলহাজ্ব সার বানু (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…….রাজিউন)।
তিনি বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার বাদ যোহর চুনারুঘাট সদর ঈদগাঁহ ময়দানে তার নামাযের জানাযা শেষে তাকে হাতুন্ডাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।