ডেস্ক : ফুটবল ম্যাচ দেখায় ইরাকের মসুল শহরে ১৩ কিশোরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। গুলি করার আগে আইএস সদস্যরা ঘোষণা দেয়, কিশোররা ইসলামী বিধান অমান্য করে ফুটবল খেলা দেখেছে।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ইরাক ও জর্ডানের ম্যাচ টেলিভিশনে দেখার সময় ওই ১৩ তরুণকে আটক করে আইএস জঙ্গিরা। আইএসবিরোধী এক মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, তরুণদের মরদেহ মাটিতে পড়ে থাকলেও তাদের পরিবার ভয়ে সেগুলো সরিয়ে নিতে পারেনি।
মসুলের একটি ভবন থেকে দুই ব্যক্তিকে ফেলে দিয়ে হত্যা করার কয়েক দিন পরই এ নির্মম হত্যাকাণ্ড ঘটালো আইএস।