হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজ এলাকায় জেকেএন্ড এইচকে হাই স্কুলের এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে রুপক দাস (১৮) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার এসাআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক রুপক দাস মাছুলিয়া গ্রামের নেপাল দাসের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেকে এন্ড এইচকে হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী তিনা আক্তার স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে ইভটিজিং করে রুপক। বিষয়টি স্থানীয় লোকদের নজরে আসলে রুপককে ধাওয়া করে। এক পর্যায়ে শহরের মাছুলিয়া ব্রীজ এলাকায় তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রুপক কে আটক করে থানায় নিয়ে আসে।