এম এ আই সজিব ॥ গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃমুখলিছুর রহমান, টেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী দেবতোষ দেব,ট্রাফিক পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিচ্ছুজ্জামান চৌধুরী ও হবিগঞ্জ জেলা ট্রাক ও লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াদুল হোসেন। সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারি পরিচালক মোঃ আবু নাইম। এ সময় গাড়ি চালকদের উদ্দেশ্যে সচেতনতা ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এতে ৫শতাধিক যানবাহন শ্রমিক অংশগ্রহণ করেন।