এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ৩য় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে এক যুবক। এসময় তাকে বাচাতে গিয়ে ওই লম্পটের হামলায় তার নানী তফুরা বেগম (৫০) আহত হয়েছেন। গতকাল সোমবার বিকালে এ ঘটনাটি ঘটে। আহত তফুরা বেগমের স্বামী আবুল হোসেন জানান, তার নাতিন জয়পুর প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী। ছোট বেলা থেকেই ওই ছাত্রীকে তারা লালন পালন করছেন। ওই সময় পূর্ব জামে মসজিদ থেকে ক্বারিয়ানা পড়া শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের ইদ্রিছ আলীর পুত্র নুরুল হক (২৫) রাস্তা থেকে তুলে নিয়ে একটি নির্জন স্থানে ওই ছাত্রীকে ধর্ষণ করে। তখন ছাত্রীর চিৎকারে তার নানী তফুরা বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে লম্পট পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থায় আশংকা জনক বলে চিকিৎসক বজলুর রহমান জানিয়েছেন।