এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে শোয়েব চৌধুরী (১৫) নামে এক ছাত্র ওঅটোরিকশা চালক জাহাঙ্গীর মিয়া (২৭) নিহত হয়েছেন। এতে অটোরিকশার আরও দুই যাত্রী আহত হন। গতকাল সোমবার বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের বাহুবল উপজেলার নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার বড়গাঁও গ্রামের আব্দুল মতিন চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী ও একই উপজেলার পূর্ব জয়পুর গ্রামের জাহাঙ্গীর মিয়া। নিহত শোয়েব স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। আহতরা হলেন- বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের রহিম উল্লাহ (৫০) ও একই উপজেলার দ্বারাগাঁও গ্রামের মিজান মিয়া (৩০)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়- বিকেলে বাহুবল উপজেলার মিরপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা চারগাঁও গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নতুনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই যাত্রী শোয়েব নিহত ও অটোরিকশা চালক জাহাঙ্গীরসহ অপর তিনজন আহত হন। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশা চালক জাহাঙ্গীর নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা সময় সড়ক অবরোধ করে রাখে।
পরে খবর পেয়ে শায়েস্তাগজ্ঞ হাইওয়ে থানা ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শোয়েবের মরদেহ উদ্ধার করে জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগজ্ঞ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।